সামাজিক দূরত্বের কথা ভাবলে চাল না কিনে খালি হাতে বাড়ি যেতে হবে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ০৫ এপ্রিল ২০২০

পঞ্চগড় পৌর এলাকার আট পয়েন্টে ১০ টাকা কেজি দরে খোলা বাজারে চাল বিক্রি কার্যক্রম (ওএমএস) শুরু হয়েছে। কিন্তু করোনা ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব না মেনেই চাল কিনতে ভিড় জমালেন স্থানীয়রা।

রোববার (০৫ এপ্রিল) সকালে জেলা সদরের তেঁতুলিয়া রোড এলাকায় চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম।

এ সময় খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কিন্তু তাদের সামনেই ১০ টাকা কেজি দরের চাল কিনতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

Panchagarh-Corona-(3).jpg

জেলা খাদ্য বিভাগ সূত্র জানায়, জেলা সদরে সপ্তাহে তিনদিন আটজন ডিলারের মাধ্যমে ৩০ টন চাল বিক্রি করা হবে। একজন ডিলার প্রতিদিন প্রায় ২৫০ জন মানুষের মাঝে এক হাজার ২৫০ কেজি চাল বিক্রি করবেন।

জেলা শহরের মসজিদ পাড়া মহল্লার কর্মজীবী মো. রানা বলেন, ১০ দিন ধরে কাজ নেই। পরিবারের সবাইকে নিয়ে বাড়িতে আছি। খবর পেয়ে ১০ টাকা কেজি দরে খোলা বাজারে চাল নিতে এসেছি। করোনা ঝুঁকিতে সামাজিক দূরত্বের কথা ভাবলে তো চাল না কিনে খালি হাতে বাড়ি ফিরতে হবে।

সফিকুল আলম/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।