ইউএনওর হস্তক্ষেপে আবারও বাড়িতে ঠাঁই মিলল বৃদ্ধের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ১০:২৬ এএম, ০৬ এপ্রিল ২০২০

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ৭০ বছর বয়সী মোকলেছ মীর নামে এক বৃদ্ধকে ঘর থেকে বের করে দেন ছেলে। পরে ইউএনওর হস্তক্ষেপে নিজ বাড়িতে ঠাঁই মিলেছে ওই বৃদ্ধের।

জানা গেছে, রোববার (৫ এপ্রিল) দুপুর ১টায় মোকলেছ মীরের স্ত্রী তানিয়া বেগমের সঙ্গে পুত্রবধূ আম্বিয়া আক্তারের কথা কাটাকাটি হয়। পরে স্ত্রীর পক্ষ নিয়ে ছেলে হোসেন মীর তার মাকে ঘাড় ধাক্কা দেন। এটি দেখে প্রতিবাদ করেন হোসেনের বাবা। এতে ক্ষিপ্ত হয়ে ঘর থেকে বৃদ্ধ বাবাকে বের করে দেন হোসেন।

পরে খালি গায়ে লাঠিভর দিয়ে রাস্তায় ঘুরছিলেন ওই বৃদ্ধ। এমন অবস্থায় তাকে দেখতে পান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাশফাকুর রহমান। পরে বিকেল ৩টায় ইউএনওর হস্তক্ষেপে নিজ বাড়িতে আবারও ঠাঁই মিলেছে বৃদ্ধের।

বৃদ্ধ মোকলেছ মীর বলেন, হোসেন আমার সন্তান। সন্তান যত অবহেলা করুক তাকে কি বদদোয়া দেয়া যায়? ছেলের প্রতি আমার কোনো অভিযোগ নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। আমি ওই বৃদ্ধকে রাস্তায় পেয়ে ঘটনাটি শুনে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বাড়িতে রেখে আসি। ভবিষ্যতে যদি ওই ছেলে তার বাবার সঙ্গে এ ধরনের কাজ আবারও করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।