ইউটিউব থেকে ভিডিও শেয়ার, কলেজ শিক্ষক আটক
নওগাঁয় করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে জাকিরুল ইসলাম (৪২) নামে এক কলেজ শিক্ষককে আটক করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) দুপুরে শহরের উকিলপাড়া মহল্লার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।
আটক জাকিরুল ইসলামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার জিয়ান্দপাড়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে। তিনি জেলার আত্রাই উপজেলার বান্দায়খাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের প্রভাষক।
নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রকিবুল আক্তার বলেন, গত ৫ এপ্রিল ওই প্রভাষক ইউটিউব থেকে করোনাভাইরাস নিয়ে একটি লিংক তার ফেসবুকের টামইলাইনে শেয়ার করেন। ওই ভিডিওতে দেখানো হয় লকডাউনের ফলে খাবার না পেয়ে একই পরিবারের মা, মেয়ে ও ছেলেসহ পরিবারের সবাই আত্মহত্যা করেছে। এমন একটি মিথ্যা গুজব ছড়ানো হয়। ভিডিওর মাধ্যমে অপপ্রচার চালিয়ে দেশের ভাবমূর্তি, সুনাম ক্ষুণ্ন এবং সাধারণ মানুষের মনে ভীতি ও আতঙ্ক ছাড়ানোর দায়ে তাকে আটক করা হয়েছে।
তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।
আব্বাস আলী/এমএএস/জেআইএম