আজান হ‌বে মস‌জি‌দে, নামাজ পড়ুন বাসায়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ১১:৩১ পিএম, ০৬ এপ্রিল ২০২০

সিলেটে সোমবার আসরের নামাজ মসজিদের জামাতে আদায় করেন মুসল্লিরা। তবে সন্ধ্যায় মসজিদের মাইকে ঘোষণা দেয়া হয় আজান হবে মসজিদে, নামাজ পড়ুন বাসায়।

মাইকিংয়ে মুসল্লিদের মসজিদে না এসে বাসায় নামাজ পড়ার জন্য অনুরোধ জানানো হয়। মহামারি করোনাভাইরাসের জন্য সরকারের নির্দেশনা অনুযায়ী মসজিদ পরিচালনা কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়।

একই সঙ্গে করোনাভাইরাস সতর্কতায় সবাইকে ঘরে থাকার অনুরোধ করা হয়। এরই ধারাবাহিকতায় বিকেলে নগরের হজরত শাহজালাল (রহ.) দরগাহ জামে মসজিদের মুয়াজ্জিন মাইকিং করে ঘোষণা দেন, সোমবার মাগরিবের নামাজ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সবাইকে ঘরে নামাজ পড়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। তবে মসজিদে যথা নিয়মে আজান হবে। আপনারা বাসায় নামাজ পড়ুন।

এ সময় করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে ঘরে থাকার পরামর্শ দেয়া হয়। পরিষ্কার-পরিছন্ন থাকার পাশাপাশি সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়। একই সঙ্গে পরিবার ও দেশের স্বার্থে করোনাভাইরাসের সময় সরকারি নির্দেশনাগুলো পালনের জন্য অনুরোধ করা হয়েছে।

একইভাবে নগরের কুয়ারপাড়, নবাবরোড, বাগবাড়ি, ঘাসিটুলা, লামাপাড়া, আখালিয়া ও হজরত শাহপরান (রহ.) জামে মসজিদসহ অন্য এলাকায়ও মাইকিং করা হয়। সব মসজিদ থেকে সবাইকে একই আহ্বান করা হয়। পাশাপাশি করোনাভাইরাসের সংক্রমণ থেকে সতর্ক থাকতে বলা হয়। সেই সঙ্গে মসজিদে না এসে বাসায় নামাজ পড়ার অনুরোধ করা হয়।

এর আগে মুসল্লিদের ঘরে নামাজ পড়ার নির্দেশ দিয়েছে সরকার। ধর্ম মন্ত্রণালয় থেকে জারি করা জরুরি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুধু মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ পাঁচজন মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। আর শুক্রবার জুমার নামাজ এক মসজিদে সর্বোচ্চ ১০ জন আদায় করতে পারবেন।

সোমবার (০৬ এপ্রিল) মন্ত্রণালয়ের উপসচিব সাখাওয়াৎ হোসেন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ধর্ম মন্ত্রণালয় থেকে বলা হয়, ভয়ানক করোনাভাইরাস সংক্রমণ রোধে মসজিদের ক্ষেত্রে খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেম ছাড়া সব মুসল্লিকে সরকারের পক্ষ থেকে নিজ নিজ বাসায় নামাজ আদায় করতে নির্দেশ দেয়া যাচ্ছে। জুমার জামাতে অংশগ্রহণের পরিবর্তে ঘরে জোহরের নামাজ আদায়ের নির্দেশ দেয়া হলো।

ছামির মাহমুদ/এএম/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।