সকাল থেকে বন্ধ হচ্ছে শহরের প্রবেশদ্বার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৫:৫৭ এএম, ০৭ এপ্রিল ২০২০

করোনাভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণে আনতে শহরের প্রবেশদ্বারগুলো বন্ধ করে দেয়া হচ্ছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল থেকে শহরের প্রবেশ মুখে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর নজরদারি থাকছে।

পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ জানান, ঢাকা-পটুয়াখালী মহাসড়কের পটুয়াখালী চৌরাস্তা থেকে শহরের প্রবেশের সড়ক টি বন্ধ করে দেয়া হবে। একেবারে জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঢুকতে কিংবা শহর থেকে বের হতে দেয়া হবে না। এ ছাড়া শহরের ২নং বাঁধঘাট এলাকাতেও শহরের প্রবেশ পথ বন্ধ করা হবে।

বিনা প্রয়োজনে ঘোরাঘুরি করছে এমন কাউকে পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন এজন্য সকল ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। এদিকে পটুয়াখালীতে জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী এবং পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মইনুল হাসানের নেতৃত্বে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে সাধারণ মানুষকে বাড়িতে খাকার অনুরোধ জানাচ্ছেন।

মহিব্বুল্লাহ্ চৌধুরী

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।