রংপুর মেডিকেল কলেজে আরও ৫৩ জনের নমুনা সংগ্রহ
করোনাভাইরাস সন্দেহে রংপুর মেডিকেল কলেজে আরও ৫৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দিনভর রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে তাদের নমুনা সংগ্রহ করা হয়।
এর আগে গত শনিবার ও রোববার ২৭ জনের এবং গত বৃহস্পতিবার ৪২ জনের নমুনা সংগ্রহ করা হয়। সব মিলিয়ে সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত মোট ১২২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরন্নবী লাইজু জানান, প্রথম দফায় ৪২ জনের পরীক্ষায় করোনা শনাক্ত হয়নি। দ্বিতীয় দফায় ২৭ জনের নমুনা পরীক্ষা করে ফলাফল আইইডিসিআর ও স্বাস্থ্য অধিদফতরে পাঠানো হয়েছে। এছাড়া বাকি ৫৩ জনের নমুনার পরীক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে। পরীক্ষা শেষ হলে ওই ৫৩ জনেরও ফলাফল আইইডিসিআর ও স্বাস্থ্য অধিদফতরে পাঠানো হবে।
জিতু কবীর/আরএআর/এমকেএইচ