ভারত থেকে ফিরেই কোয়ারেন্টাইনে ছয় বাংলাদেশি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণাবড়িয়া
প্রকাশিত: ০৩:৪০ পিএম, ০৭ এপ্রিল ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ছয় বাংলাদেশি। মঙ্গলবার (০৭ এপ্রিলণ) দুপুর ১টার দিকে দেশে ফেরেন তারা।

ভারতের ত্রিপুরা রাজ্য থেকে ফেরা এসব বাংলাদেশিকে কোয়ারেন্টাইনে রাখার জন্য বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে, করোনাভাইরাসের বিস্তার রোধে ভারতজুড়ে চলা লকডাউনের কারণে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্থানে ওই ছয় বাংলাদেশি নাগরিক আটকা পড়েছিলেন। পোসপোর্টের ঠিকানা অনুযায়ী তাদের মধ্যে তিনজনের বাড়ি ঢাকায়, একজনের কুমিল্লা এবং দুইজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। চেকপোস্টে তাদেরকে আখাউড়া উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানা পুলিশের প্রতিনিধিরা গ্রহণ করেন।

জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, দেশে ফেরা বাংলদেশি নাগরিকদের শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ নেই। তবে নিয়ম অনুয়ায়ী তাদেরকে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। কোয়ারেন্টাইনে থাকাকালে যদি তাদের শারীরিক কোনো সমস্যা হয় তাহলে আইসোলেশনে নেয়া হবে।

আজিজুল সঞ্চয়/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।