দেশে ফিরলেন ভারতে আটকে পড়া চারজন, রাখা হলো কোয়ারেন্টাইনে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ০৭ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের কারণে ভারত সরকার ঘোষিত লকডাউনে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বিকেলে এই বন্দর দিয়ে চারজন দেশে প্রবেশ করেন। তাদের বাংলাবান্ধা এলাকাতেই একটি আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, এখন থেকে বাংলাবান্ধা দিয়ে বিশেষ ব্যবস্থাপনায় ভারতে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হবে। দেশে প্রবেশের সঙ্গে সঙ্গে তাদের স্বাস্থ্য পরীক্ষাসহ ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে। এ জন্য বাংলাবান্ধা প্রাণী সম্পদ অফিস, স্থানীয় একটি আবাসিক হোটেল এবং কাজী শাহাবুদ্দীন গার্লস স্কুল অ্যান্ড কলেজে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করা হয়েছে। সোমবার জেলা প্রশাসনের একটি প্রতিনিধি দল বাংলাবান্ধাসহ কোয়ারেন্টাইন এলাকা পরিদর্শন করেন।

প্রতিনিধি দলে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজহারুল হক প্রধান, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, ১৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল খন্দকার আনিসুর রহমান, সিভিল সার্জন ডা. ফজলুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চিকিৎসা, তাবলিগ জামাত এবং লেখাপড়াসহ নানা কারণে পঞ্চগড়সহ দেশের বিভিন্ন এলাকার মানুষ ভারতে গিয়ে করোনা পরিস্থিতিতে আটকে পড়েন।

জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন বলেন, কোয়ারেন্টাইন থাকা ব্যক্তিদের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের তত্ত্বাবধানে প্রশাসন ও পুলিশের সার্বক্ষণিক নজরদারিতে রাখা হবে। পাশাপাশি তাদের থাকা, খাওয়া, চিকিৎসাসহ সার্বিক পরিস্থিতি তত্ত্বাবধান করা হবে।

সফিকুল আলম/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।