শাশুড়ির ওপর অভিমান করে পুত্রবধূর আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ০৭ এপ্রিল ২০২০
ফাইল ছবি

নওগাঁর বদলগাছীতে শাশুড়ির ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে রিবোবা তানজিল তিশা (২৩) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার আধাইপুর ইউনিয়নের পারিচা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তিশা ওই গ্রামের জুয়েল হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, তিশা তার স্বামীর সঙ্গে ঢাকায় বসবাস করতেন। করোনাভাইরাসের কারণে গত কয়েকদিন আগে গ্রামের বাড়িতে চলে আসেন। স্বামী চাকরির সুবাদে ঢাকায় থেকে যান। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শাশুড়ির সঙ্গে মনোমানিল্য হয় তার। দুপুর সাড়ে ১২টার দিকে বাড়িতে কেউ না থাকায় শাশুড়ির ওপর অভিমান করে নিজ শোয়ার ঘরে গলায় ফাঁস দেন। পরে বাড়ির লোকজন বিষয়টি বুঝতে পেরে ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বদলগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

আব্বাস আলী/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।