পটুয়াখালীতে তাবলিগ জামাতের সাত ভারতীয় মুসল্লি কোয়ারেন্টাইনে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ১১:১৭ পিএম, ০৭ এপ্রিল ২০২০

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় তাবলিগ জামাতের সাত ভারতীয় মুসল্লিকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (০৭ এপ্রিল) বিকেলে তাদেরকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাশফাকুর রহমান।

জানা গেছে, গত জানুয়ারি মাসে ভারত থেকে এসে টঙ্গীর ইজতেমায় যোগ দেন তাবলিগ জামাতের সাত মুসল্লি। আখেরি মোনাজাত শেষে বাংলাদেশে ছড়িয়ে পড়েন তারা। খবর পেয়ে মঙ্গলবার বিকেলে তাদেরকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন ইউএনও।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাশফাকুর রহমান বলেন, তাবলিগ জামাতের সাত ভারতীয় মুসল্লি রাঙ্গাবালীতে আছেন খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে যাই। তাদেরকে ওই খানকায়ে কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থা করা হয়েছে। কোয়ারেন্টাইনে তারা নিরপাদে আছেন।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।