পঞ্চগড়ে কিশোরীর মৃত্যু, করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ
পঞ্চগড়ের দেবীগঞ্জে জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট নিয়ে ১৩ বছরের এক কিশোরী মারা গেছে। মঙ্গলবার বিকেলে দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ এলাকার নানা বাড়িতে তার মৃত্যু হয়েছে।
এ ঘটনায় ওই কিশোরীর করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। পরে প্রশাসনের নির্দেশনায় বিশেষ ব্যবস্থায় তার লাশ দাফন করা হয়।
উপজেলা স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই কিশোরী তার নানার বাড়িতে থাকতো। কয়েকদিন ধরে সে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিল। তার নানা টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় একটি ইটভাটায় কাজ করতেন। সোমবার (০৬ এপ্রিল) তিনি বাড়িতে আসেন। পর দিনই করোনার উপসর্গ নিয়ে ওই কিশোরীর মৃত্যু হলে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে খবর দিলে কিশোরীর করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়।
দেবীগঞ্জ উপজেলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রত্যয় হাসান বলেন, ওই কিশোরী দীর্ঘদিন ধরে হাঁপানিসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিল। তারপরও স্থানীয় লোকজনের সন্দেহ হওয়ায় করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া তার লাশ বিশেষ সর্তকতার সঙ্গে পিপিই পড়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দাফনের ব্যবস্থা করা হয়েছে।
সফিকুল আলম/এমএএস/এমআরএম