নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ট্রাক, নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ০৮ এপ্রিল ২০২০

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক পুকুরে পড়ে আব্দুল ওয়াহাব প্রামাণিক (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচ শ্রমিক।

বুধবার (০৮ এপ্রিল) সকালে উপজেলার গাড়াদহ বাজারপাড়া এলাকায় আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওয়াহাব প্রামাণিক উপজেলার নরিনা ইউনিয়নের নারায়ণদহ গ্রামের মৃত কফেত আলী প্রামাণিকের ছেলে।

আহতরা হলেন নারায়ণদহ গ্রামের আব্দুস সাত্তার (৬৮), রাকিবুল ইসলাম (২৩), আব্দুল জলিল (৪৫), আব্দুল মমিন (২২) ও আইয়ুব আলী (৪০)।

sirajgonj

শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মনজুরুল আলম বলেন, বুধবার সকালে নারায়ণদহ গ্রাম থেকে ট্রাকটি শ্রমিকদের নিয়ে গাড়াদহ দক্ষিণপাড়া গ্রামে মাটি কাটার জন্য যাচ্ছিল। ট্রাকটি গাড়াদহ বাজারপাড়া এলাকায় আঞ্চলিক সড়কে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়াদহ বাজারপাড়া গ্রামের আলাল মাস্টারের বাড়ির পাশের পুকুরে উল্টে পড়ে যায়। এতে ট্রাকে থাকা মাটিকাটা শ্রমিকরা চাপা পড়েন।

খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় চাপা পড়া শ্রমিকদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল ওয়াহাব মারা যান।

শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ওয়াহাবের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।