নওগাঁর সাংবাদিকদের পিপিই দিলেন রাসেল
দেশে ভয়াবহ আকার ধারণ করেছে করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাস থেকে নিজেদের সুরক্ষার মধ্য দিয়ে চিকিৎসক ও নার্স সেবা দিয়ে যাচ্ছেন। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন জনসাধারণকে সতর্ক করতে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। করোনা ঝুঁকির মধ্য দিয়ে গণমাধ্যমকর্মীরা সংবাদ সংগ্রহ করে যাচ্ছেন।
এ অবস্থায় সাংবাদিকদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিয়েছেন নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শহরের কাজির মোড় নিজস্ব চেম্বারে ব্যক্তিগত উদ্যোগে ১৫ জন সাংবাদিককে তিনি পিপিই দিয়েছেন। করোনা ঝুঁকিতে সাংবাদিকদের পিপিই দেয়ায় অনেকেই প্রশংসা করেছেন রাসেলের।
নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল বলেন, করোনা পরিস্থিতিতে চিকিৎসকরা যেমন চিকিৎসাক্ষেত্রে ভূমিকা রেখে চলেছেন। তেমনি সাংবাদিকরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। অনেক ঝুঁকির মধ্য দিয়ে তারা সংবাদ সংগ্রহ করে যাচ্ছেন। সংবাদ সংগ্রহের সময় তারা বিভিন্নস্থানে যাচ্ছেন, আবার বিভিন্ন জনের সঙ্গে মিশছেন। কিন্তু তাদের নিজেদের সুরক্ষার জন্য সরঞ্জাম নেই। বিষয়টি বিবেচনা করে সাংবাদিকরা যেন নিবিঘ্নে নিরাপত্তার সঙ্গে সংবাদ সংগ্রহ করতে পারেন সেজন্য পিপিই দেয়া হয়েছে।
আব্বাস আলী/এএম/পিআর