নওগাঁয় আরও ৯ বস্তা সরকারি চাল উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৫:১৭ পিএম, ০৯ এপ্রিল ২০২০

নওগাঁর রানীনগর উপজেলায় আবারও সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির নয় বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। এ সময় শাহীন (৩২) নামে এক ভ্যানচালককে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকালে শাহীনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাত ৮টার দিকে উপজেলার একডালা ইউনিয়নের জলকৈ গ্রামের ভ্যানচালক শাহীনের বাড়ি থেকে চালগুলো উদ্ধার করা হয়। শাহীন ওই গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

পুলিশ জানায়, বুধবার থেকে সরকারের নির্দেশে উপজেলার হতদরিদ্র ও অসহায়দের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে জলকৈ গ্রামের শাহীনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় শাহীনের ঘর থেকে নয় বস্তা চাল উদ্ধার করা হয়। সেই সঙ্গে শাহীনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত চাল একডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে।

একডালা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল ইসলাম বলেন, সুবিধাভোগীরা ওই চালগুলো বাড়িতে না নিয়ে রাস্তায় বিক্রি করে দেন। শাহীন নামে যাকে গ্রেফতার করা হয়েছে তিনি ভ্যানচালক। আমার মনে হয় শাহীন ওই চালগুলো কিনে নিয়েছেন। চালগুলো আমার জিম্মায় রাখা হয়েছে।

রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালিয়ে সরকারি চাল উদ্ধার করা হয়েছে। এছাড়া অভিযুক্ত শাহীনের বিরুদ্ধে সংশ্লিষ্ট দফতরের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

রানীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক বলেন, গ্রেফতার শাহীনের বিরুদ্ধে মামলা দিয়ে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার নওগাঁর বদলগাছীতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ১৪ বস্তা চালসহ সোহেল রানা নামে এক ব্যবসায়ীকে আটক করে উপজেলা প্রশাসন।

আব্বাস আলী/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।