আরও ১২০০ পরিবারকে সাতদিনের খাদ্য দিলেন সাদ এরশাদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৮:৪২ পিএম, ০৯ এপ্রিল ২০২০

করোনাভাইরাস আতঙ্কে ঘরে অবস্থানরত অসহায় নিম্নআয়ের পরিবারের মাঝে রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহগির আল মাহি সাদ এরশাদের পক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মুহম্মদ আবদুল আলীম মাহমুদ নিম্নআয়ের মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।

সাদ এরশাদের ব্যক্তিগত তহবিল থেকে ১২০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের লক্ষ্যে বৃহস্পতিবার প্রথম দফায় ২০০ পরিবারের মাঝে সাতদিনের জন্য চাল-ডাল, আলু ও পেঁয়াজ বিতরণ করা হয়।

এর আগে গত ২৩, ২৪ ও ২৫ মার্চ নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এমন অসহায় দিনমজুর ও শ্রমজীবী এক হাজার পরিবারের মাঝে ১০ দিনের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন সাদ এরশাদ।

জিতু কবীর/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।