আব্দুল মালেক মেডিকেলে করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ০৯ এপ্রিল ২০২০

নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে করোনা পরীক্ষার মেশিন স্থাপনে ল্যাব পরিদর্শন করেছেন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) চার সদস্যের প্রতিনিধি দল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নোয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) তন্ময় দাস ও সিভিল সার্জন মোমিনুর রহমানের ভিডিও কনফারেন্সের একদিন পর বুধবার বিকেলে ল্যাব পরিদর্শনে আসেন তারা।

চার সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন সিডিসির বাংলাদেশস্থ কান্ট্রি ডিরেক্টর ডা. মাইকেল, কর্মকর্তা ডা. এশলে, ডা. সৈয়দ হাসান আবদুল্যাহ ও ড. মাহাবুব আনোয়ার। এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবদুস ছালাম, জেলা সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেলা সভাপতি ডা. ফজলে এলাহী খাঁন।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে করোনার পরীক্ষার ল্যাব স্থাপনের প্রস্তাবনা দেন জেলা প্রশাসক তন্ময় দাস।

কলেজ কর্তৃপক্ষ বলছে, আরটি-পিসিআর মেশিনসহ কিছু যন্ত্রপাতি সংযুক্ত করা হলে সরকার চাইলে কোভিড-১৯ পরীক্ষা শুরু করতে প্রস্তুত তারা।

noakhali-(1)

প্রবাসী অধ্যুষিত নোয়াখালীর লাখো মানুষ করোনা আতঙ্কে রয়েছেন। জেলায় সরকারি বা বেসরকারিভাবে নেই করোনা পরীক্ষার সুযোগ। এ অবস্থায় জেলার বেগমগঞ্জে আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে দ্রুত করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের দাবি জানানো হয়। এখানে ল্যাব স্থাপন হলে নোয়াখালী ছাড়াও অন্তত পাশের পাঁচ জেলার মানুষ করোনা পরীক্ষা করাতে পারবেন।

জেলা সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান বলেন, সিডিসির প্রতিনিধি দল আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবকে করোনা পরীক্ষার জন্য উত্তম বলে সন্তোষ প্রকাশ করেছে। এই ল্যাবে করোনা পরীক্ষার জন্য জনবল প্রশিক্ষণ দেয়াসহ প্রয়োজনীয় যন্ত্রাংশ সহায়তার আশ্বাস দেয় প্রতিনিধি দল। তারা ঢাকা গিয়ে এ বিষয়ে সরকারকে প্রতিবেদন দেবে বলে জানায়।

স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নোয়াখালী জেলার সভাপতি ডা. ফজলে এলাহী খান বলেন, নোয়াখালী জেলাবাসীর করোনা পরীক্ষার গুরুত্ব অনুধাবন করে আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে করোনা ল্যাব করার বিষয়ে ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি আমরা।

আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের অধ্যক্ষ আবদুস ছালাম বলেন, মাইক্রোবায়োলজি বিভাগে রয়েছেন তিনজন সহকারী অধ্যাপক। দুজন প্রভাষক এবং ভাইরোলজিতে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত দুজন বিএসসি মেডিকেল টেকনোলজিস্ট রয়েছেন। প্রায় সব যন্ত্রপাতি এখানে উপস্থিত। রয়েছে পর্যাপ্ত প্রশিক্ষিত জনবল। অবাকাঠামো সুবিধাও রয়েছে। শুধুমাত্র আরটি-পিসিআর মেশিন ও কীটসহ কিছু ল্যাব সামগ্রী প্রয়োজন। সরকার এসব সহায়তা দিলে করোনার সেবা দিতে আপত্তি নেই আমাদের।

নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন জাগো নিউজকে বলেন, আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে করোনা শনাক্তকরণ ল্যাব স্থাপন হলে শুধু নোয়াখালী জেলা নয়; ফেনী, লক্ষ্মীপুর, চাঁদুপর ও কুমিল্লার দক্ষিণাঞ্চলের মানুষ সেবা পাবে। তাই করোনা পরীক্ষার জন্য এই মেডিকেল কলেজে ল্যাব স্থাপন জরুরি।

মিজানুর রহমান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।