করোনা শনাক্তের পরই দুমকি উপজেলা লকডাউন
পটুয়াখালীর দুমকি উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে ডিসি উল্লেখ করেছেন, করোনা রোগী শনাক্ত হাওয়ায় দুমকি উপজেলা লকডাউন করা হলো। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত লকডাউনে থাকবে দুমকি উপজেলা।
জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী বলেন, পটুয়াখালী জেলাকে ঝুঁকিমুক্ত রাখতে দুমকি উপজেলা লকডাউন করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত উপজেলার জরুরি সেবায় নিয়োজিত যানবাহন ও পণ্যবাহী গাড়ি ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। সেই সঙ্গে উপজেলায় আগমন ও বহির্গমন নিষিদ্ধ করা হয়েছে। আদেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/পিআর