স্বামীর নমুনা সংগ্রহ হলেও সন্তান নিয়ে আত্মগোপনে স্ত্রী
নারায়ণগঞ্জ থেকে লক্ষ্মীপুরের কমলনগরে আসা অসুস্থ এক যুবকের (৩২) করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করা হয়েছে। একই সঙ্গে তার সংস্পর্শে আসা আট পরিবারকে লকডাউন করা হয়েছে। তবে তার স্ত্রী শিশুসন্তানকে নিয়ে আত্মগোপনে রয়েছেন।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ওই যুবকের শ্বশুরবাড়িতে গিয়ে স্বাস্থ্য বিভাগের টিম নমুনা সংগ্রহ করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, নারায়ণগঞ্জ লকডাউনের পর ওই যুবক স্ত্রী-সন্তানকে নিয়ে গোপনে চরমার্টিন গ্রামে শ্বশুরবাড়িতে আসেন। দুর্ঘটনায় আহত হওয়ার পর তিনি নারায়ণগঞ্জ ও ঢাকায় চিকিৎসা নিয়েছেন। এখনও তিনি অসুস্থ রয়েছেন। তার আসার খবর জানতে পেরে মেডিকেল টিম গিয়ে শারীরিক খোঁজখবর নেয়। এসময় তাকে চিকিৎসাও দেওয়া হয়। করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। একইসঙ্গে তার সংস্পর্শে আসা আট পরিবারকে লকডাউন করা হয়েছে।
কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আমিনুল ইসলাম মঞ্জু বলেন, যুবকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে সঙ্গে আসা স্ত্রী-সন্তান আত্মগোপনে রয়েছেন। তাদের সন্ধান চলছে।
কাজল কায়েস/এফএ/জেআইএম