করোনা প্রতিরোধে নড়াইলে অত্যাধুনিক মেশিন বসালেন মাশরাফি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ১০ এপ্রিল ২০২০

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার উদ্যোগে নড়াইল সদর হাসপাতলের প্রধান গেটে জীবাণুনাশক কক্ষ চালু করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’র সার্বিক সহযোগিতায় জীবাণুনাশক কক্ষের উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক (ডিসি) আনজুমান আরা।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন, নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু ও পৌর মেয়র মো. জাহাঙ্গীর হোসেন বিশ্বাস।

খোঁজ নিয়ে জানা যায়, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরাফি নিজ উদ্যোগে নড়াইল সদর হাসপাতলে এই জীবাণুনাশক অত্যাধুনিক পদ্ধতির মেশিন স্থাপন করা হয়েছে। হাসপাতালের চিকিৎসক, নার্সসহ আগত বিভিন্ন শ্রেণিপেশার মানুষ হাসপাতালে প্রবেশ করার আগে এই কক্ষে প্রবেশ করলে করোনাভাইরাসের জীবাণু থেকে নিজেকে জীবাণুমুক্ত করতে পারবেন। কক্ষটি স্থাপন করায় মাশরাফিকে ধন্যবাদ জানিয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

হাফিজুল নিলু/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।