জ্বর-কাশিতে মৃত বৃদ্ধাকে দাফনে বাধা, কনস্টেবল আহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৬:৫০ পিএম, ১১ এপ্রিল ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় জ্বর, কাশি ও শ্বাসকষ্টে মারা যাওয়া এক বৃদ্ধার মরদেহ দাফনে বাধা দিয়েছে এলাকাবাসী। শনিবার বিকেলে উপজেলা সদরের খাজানাগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ফারুক মিয়া নামে নবীনগর থানা পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের ৮০ বছরের এক বৃদ্ধা জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মারা যান। নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই বৃদ্ধার নমুনা সংগ্রহ করা হয়েছে। বিকেল সাড়ে ৪টার দিকে ওই বৃদ্ধার মরদেহ খাজানগর এলাকায় নবীনগর পৌর কেন্দ্রীয় কবরস্থানে দাফনের জন্য নিয়ে যায় উপজেলা প্রশাসন ও থানা পুলিশের প্রতিনিধিরা।

ওই বৃদ্ধা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন উল্লেখ করে মরদেহ কবরস্থানে দাফনে বাধা দেন খাজানগর এলাকাবাসী। এ সময় পুলিশ ধাওয়া দিলে এলাকার লোকজন পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।

এ ঘটনায় ইটের আঘাতে পুলিশ কনস্টেবল ফারুক আহত হন। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে বিকেল সাড়ে ৫টায় ওই কবরস্থানেই বৃদ্ধার মরদেহ দাফন করা হয়।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায় জানান, করোনাভাইরাসের কথা বলে এলাকাবাসী মরদেহ দাফনে বাধা দিয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর মরদেহ দাফন করা হয়েছে।

আজিজুল সঞ্চয়/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।