প্রথম করোনা রোগী শনাক্তের পর লক্ষ্মীপুর লকডাউন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৪:০০ পিএম, ১২ এপ্রিল ২০২০

লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। রোববার ভোরে তাকে চিকিৎসার জন্য চীন বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে পাঠানোর পর দুপুরে লক্ষ্মীপুর জেলাকে লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসন।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে লক্ষ্মীপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশনা পর্যন্ত এ ঘোষণা বলবৎ থাকবে। রোববার (১২ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল এক গণ বিজ্ঞপ্তির মাধ্যমে লকডাউনের এ ঘোষণা দেন।

জেলা প্রশাসন সূত্র জানা যায়, সোমবার (১৩ এপ্রিল) ভোর ৬টা থেকে লক্ষ্মীপুরে বাইরের মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। একইভাবে এখানকার মানুষও বাইরের জেলায় যেতে পারবে না। ওষুধ সরবরাহকারী ও পণ্যবাহী গাড়ি ছাড়া অন্যসব যানবাহন বন্ধ থাকবে। ওষুধের ফার্মেসি, সারের দোকান, জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট খোলা থাকবে। বাকি সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

বাড়ির বাইরে অযথা ঘুরাঘুরি বন্ধ ও জনসমাগম রোধ করতে হবে। এসব নির্দেশনা অমান্য করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

lokhi2

এদিকে জেলার রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নে ঢাকা ফেরত এক গার্মেন্টস কর্মীর (৩২) করোনা শনাক্ত হয়েছে। তাকে উদ্ধার করে রোববার ভোরে চিকিৎসার জন্য চীন বাংলাদেশ মৈত্রি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। ওই ঘটনায় ভোরে তার বাড়িসহ ২১৪ জন সদস্যের ৪৪ পরিবারকে লকডাউন ঘোষণা করে স্বাস্থ্য বিভাগ।

পর্যায়ক্রমে করোনা পরীক্ষার জন্য তাদের সবার নমুনা সংগ্রহের কাজ চলছে। সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহানের নির্দেশে লামচর ইউনিয়ন লকডাউন ঘোষণা করা হয়।

জানতে চাইলে লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন আবদুল গাফ্ফার বলেন, এ পর্যন্ত করোনা সন্দেহে ১৩৬ জনের কাছ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। সবশেষ ৫৫টি নমুনার ফলাফলে ৫৪ জনই করোনা নেগেটিভ পাওয়া গেছে। আক্রান্ত একজনকে উদ্ধার করে ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

কাজল কায়েস/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।