পালিয়ে যাচ্ছেন জ্বর-শ্বাসকষ্ট নিয়ে রামেকে ভর্তি রোগীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ১২ এপ্রিল ২০২০
ফাইল ছবি

গত ১০ দিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে চারজন রোগী পালিয়েছেন বলে জানা গেছে। এরা প্রত্যেকেই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সর্বশেষ রোববার এমন একজন রোগী হাসপাতাল থেকে পালিয়ে গেছেন।

শ্বাসকষ্ট নিয়ে শনিবার ওই ব্যক্তি হাসপাতালে আসেন। তিনি করোনা আক্রান্ত এমন আতঙ্কে পালিয়ে গেছেন বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। উধাও ওই রোগী নগরীর বাসিন্দা। প্রাথমিক উপসর্গ দেখে করোনা মনে হওয়ায় তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

রোববার দুপুরের দিকে রামেক হাসপাতালে করোনাভাইরাস নির্ণয় ও চিকিৎসা কমিটির নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

কমিটির আহ্বায়ক এবং মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক আজিজুল হক আজাদ বলেন, ওই ব্যক্তির করোনার জোরালো উপসর্গ ছিলো না। ধারণা করা হচ্ছিল তার ফুসফুসে পানি জমেছে। এজন্য ওই রোগীকে আইসোলেশনে না রেখে পর্যবেক্ষণ ওয়ার্ডে রাখা হয়। রোববার আর তাকে পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, আতঙ্কিত হয়ে তিনি হাসপাতাল ছেড়েছেন। একজন রোগী হাসপাতাল থেকে চলে যেতে চাইলে লিখিতভাবে জানিয়ে চলে যেতে পারেন। এটা তার অধিকার আছে। তবে একেবারে না জানিয়ে যাওয়াটা কষ্টকর। কারণ ওই রোগীকে পরে খুঁজে বের করা যায় না। তারা চেষ্টা করছেন কিভাবে রোগীদের করোনা আতঙ্ক দূর করা যায়।

ফেরদৌস সিদ্দিকী/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।