কয়েদিদের জন্য সুরক্ষা সামগ্রী নিয়ে গেলেন মাশরাফি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ১২ এপ্রিল ২০২০

নড়াইল কারাগারের কয়েদিদের সুরক্ষা সামগ্রী দিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

রোববার (১২ এপ্রিল) দুপুর ২টার দিকে ১৪৪ জন কয়েদির জন্য ২০০ পিস হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, গ্লাভস এবং সাবান জেল সুপার মো. মুজিবুল হকের হাতে তুলে দেন মাশরাফি।

এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক (ডিসি) আনজুমান আরা, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন, জেলার মোহাম্মদ সায়েম, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম অনিক ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৌমেন চন্দ্র বসু।

মাশরাফি বলেন, এখানে যারা আছেন তারা আমাদের সমাজেরই মানুষ। ছোটখাটো ভুলে জেলে আছেন। তো মূল উদ্দেশ্য হলো তারাও সুস্থ থাকুক। তারা অসুস্থ হলেও আমাদেরই দেখতে হবে। তাই এই উদ্যোগ নেয়া হয়েছে। অনেকেই জামিন পেয়ে বেরও হতে পারেন। আশা করি বের হয়ে নিরাপদে থাকবেন। যাদের সঙ্গে মেলামেশা করবেন তাতেও নিয়ম কানুন মেনে চলবেন। সবাই নিরাপদে থাকবেন।

হাফিজুল নিলু/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।