আর্থিক সংকটে দিনমজুরের আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০১:৩৬ পিএম, ১৩ এপ্রিল ২০২০
প্রতীকী ছবি

নাটোরের নলডাঙ্গায় লাহাবুর রহমান লাবু (২৭) নামে এক দিনমজুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। করোনায় কাজকর্ম বন্ধ থাকায় আর্থিক সংকট ও স্ত্রী পাশে না থাকায় নিঃসঙ্গতায় তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।

নিহত লাহাবুর রহমান লাবু নলডাঙ্গা গ্রামের সরদারপাড়ার আব্দুস শুকুরের ছেলে।

নলডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার নলডাঙ্গা গ্রামের দিনমজুর লাবু নিজ ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।

তিনি জানান, কয়েক বছর আগে লাবু বিয়ে করে সংসার শুরু করেন। অভাব অনটনের সংসারে ঠিকমত স্ত্রীর ভরণপোষণ দিতে না পারায় বিয়ের কয়েক মাস পরে তার স্ত্রী বাবার বাড়ি চলে যান। বর্তমানে করোনাভাইরাসের কারণে কাজকর্ম বন্ধ থাকায় আর্থিক সংকট দেখা দেয়। এছাড়াও স্ত্রী পাশে না থাকায় নিঃসঙ্গতায় লাবু আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

রেজাউল করিম রেজা/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।