উচ্চশব্দে গান শোনায় ছোট ভাইকে খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ১৩ এপ্রিল ২০২০
ফাইল ছবি

পাবনার সুজানগরে বড় ভাই রবিউল ইসলামের (২৫) ছুরিকাঘাতে ছোট ভাই হৃদয় হোসেন (১৮) নিহত হয়েছেন। সোমবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত হৃদয় হোসেন এবং ঘাতক রবিউল সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের চরগজারিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে। ঘটনার পর থেকে বড় ভাই রবিউল ইসলাম পলাতক রয়েছেন।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা জানান, সোমবার বিকেলে বড় ভাই রবিউল তার ঘরে টেলিভিশন দেখছিলেন। এসময় ছোট ভাই হৃদয় তার ঘরে উচ্চশব্দে সাউন্ডবক্সে গান শুনছিল। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে বড় ভাই রবিউল ছোট ভাই হৃদয়কে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই হৃদয়ের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে গিয়ে নিহতের মরদেহ ও একটি রক্তাক্ত ছুরি উদ্ধার করে। এ ঘটনার পর বড় ভাই রবিউল পালিয়ে যান। সন্ধ্যা সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।

একে জামান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।