নড়াইলে ৩ হাজার পরিবারকে ত্রাণ দিলেন বিএনপি নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৮:২৪ পিএম, ১৪ এপ্রিল ২০২০

নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের পক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় নড়াইলের তিন উপজেলার তিন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রতি পরিবারকে চাল-ডাল, আলু, পেঁয়াজ ও তেলসহ খাদ্যসামগ্রী দেয়া হয়।

Narail-BNP-Tran-Bitoron

ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান মিলু, নড়াগাতি থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান, সহ-সভাপতি লস্কর ফিরোজ আহম্মেদ, থানা যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক ঝুনু চৌধুরী ও নড়াইল ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুজ্জামান।

কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান মিলু বলেন, করোনা সংকটময় মুহূর্তে অসহায় ও হতদরিদ্রদের পাশে দাঁড়িয়েছেন বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।

হাফিজুল নিলু/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।