বিনা কারণে আইইডিসিআরে ফোন, কিশোর গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০২:৫৭ পিএম, ১৫ এপ্রিল ২০২০
ফাইল ছবি

করোনাভাইরাসের বিষয়ে যোগাযোগ করতে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) দেয়া হটলাইন নম্বরে বিনা কারণে ফোন দেয়ায় নওগাঁর মান্দা থেকে মেহেদী হাসান (১৭) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে উপজেলার ভালাইন ইউনিয়য়নের উত্তর ভালাইন গ্রামের বাড়ি তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মেহেদী হাসান ওই গ্রামের আব্দুল মজিদের ছেলে।

মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, আইইডিসিআরের হটলাইন নম্বরে অকারণে ফোন দিয়ে নম্বরটি ব্যস্ত রাখত মেহেদী হাসান। এ ঘটনায় ঢাকার গুলশান থানায় একটি মামলা করা হয়। ওই মামলায় মঙ্গলবার রাতে তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

আব্বাস আলী/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।