করোনা ঠেকাতে খাগড়াছড়ির প্রবেশদ্বারে ‘ডিসইনফেকশন বুথ’
করোনাভাইরাস প্রতিরোধে খাগড়াছড়ির প্রবেশদ্বার বঙ্গবন্ধু স্কয়ারে স্থাপন করা হয়েছে ‘ডিসইনফেকশন বুথ’। খাগড়াছড়ি সেনা রিজিয়নের তত্ত্বাবধানে জেলা শহরের প্রবেশমুখে স্থাপিত ‘ডিসইনফেকশন বুথ’ স্বয়ংক্রিয়ভাবে বাইরে থেকে আসা লোকজনকে জীবাণুমুক্ত করবে। মানুষের পাশাপাশি যানবাহন জীবাণুমক্তকরণের জন্যও এখানে থাকছে স্প্রে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরের দিকে এ ‘ডিসইনফেকশন বুথ’র উদ্বোধন করেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ফয়জুর রহমান। এ সময় খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদুল ইসলাম, খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ ও অতিরিক্ত পুলিশ সুপার রওনক আলমসহ সামরিক-বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এতদিন জেলার স্বেচ্ছাসেবকরা হাতে ব্যবহৃত মেশিনে আগত লোকদের শরীরে জীবাণুনাশক স্প্রে করলেও স্থাপিত ডিসইনফেকশন বুথে কেউ প্রবেশ করলে স্বয়ংক্রিয়ভাবেই জীবাণুনাশক স্প্রে হয়ে যাবে। ওই বুথে রয়েছে হাত ধোয়ার বেসিনও।
জানা যায়, খাগড়াছড়ি জেলাকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও স্বেচ্ছাসেবীদের নিয়ে সমন্বিতভাবে কাজ করছে। জেলার বাইরে থেকে যারা আসছেন তাদের স্বাস্থ্য পরীক্ষাসহ অন্যান্য কার্যক্রম পর্যবেক্ষণ করছে সেনাবাহিনী।
মুজিবুর রহমান ভুইয়া/এইচএ/পিআর