নাটোরে ১৭১ বস্তা সরকারি চাল উদ্ধার, ডিলারের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৮:৩৪ এএম, ১৬ এপ্রিল ২০২০

নাটোরের সিংড়া থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি ১০ টাকা কেজি দরের ১৭১ বস্তা চালসহ ডিলার আসাদুজ্জামানকে আটকের ঘটনায় মামলা করেছে পুলিশ। বুধবার রাতে সিংড়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইলিয়াস কবীর বাদী হয়ে এ মামলা করেন। মামলায় ১৯৭৫ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারায় কালোবাজারে অবৈধভাবে চাল বিক্রির উদ্দেশ্যে গোপন স্থানে মজুতের অভিযোগ আনা হয়েছে।

এর আগে দুপুরে সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের সাতপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ছাত্রাবাস থেকে ১৭১ বস্তা চালসহ আসাদুজ্জামানকে আটক করে পুলিশ। ডিলার আরিফুল ইসলাম ইটালী ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের মামা।

সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতপুকুড়িয়া উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৭১ বস্তা চাল উদ্ধার করা হয়। এসব চাল ডিলার আসাদুজ্জামান উত্তোলন করেছিলেন ১০ টাকা কেজি করে বিক্রির জন্য।

তিনি বলেন, একটি পরিত্যক্ত স্কুল ছাত্রাবাসে অসৎ উদ্দেশ্যে কালোবাজারে বিক্রির জন্য চালগুলো রাখা হয়েছিল। আসাদুজ্জামানের পক্ষে যে কাগজ পত্র দাখিল করা হয়েছিল তা যথাযথ মনে না হওয়ায় ১৯৭৫ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ মামলায় আসাদুজ্জামানকে গ্রেফতার দেখানো হয়েছে।

রেজাউল করিম রেজা/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।