ত্রাণের চালসহ আটক সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ১০:১৯ এএম, ১৬ এপ্রিল ২০২০

পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কোরবান আলী সরদারকে দল থেকে বহিস্কারের পর এবার চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে স্থানীয় সরকার বিভাগ তাকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে।

এর আগে কোরবানের পক্ষ নিয়ে তদবির করায় বেড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল বাতেনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়। একই ইস্যুতে কোরবানের পক্ষে অবস্থান নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। তিনি কোরবানের আটককে আইন শৃঙ্খলা বাহিনীর মিস ইনফরমেশন বলে মন্তব্য করেছেন।

গত সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ২২৯ বস্তা সরকারি ত্রাণের চালসহ কোরবান আলীকে আটক করে র‌্যাব। এ ঘটনার পরদিন মঙ্গলবার (১৪ এপ্রিল) কেন্দ্রীয় আওয়ামী লীগের নিদের্শনায় চেয়ারম্যান কোরবান সরদারকে প্রাথমিক পদসহ সকল পদ থেকে বহিষ্কার করে পাবনা জেলা আওয়ামী লীগ।

এরই ধারাবাহিকতায় বুধবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কোরবান আলী ভিজিডির চাল আত্মসাতের কারণে র‌্যাব কর্তৃক গ্রেফতার হয়ে জেল হাজতে রয়েছেন এবং জেলা প্রশাসক পাবনা স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(৪) ধারা অনুযায়ী উক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন। এছাড়া কোরবান আলীর অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থ পরিপন্থী বিবেচনায় তার দ্বারা ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। এ জন্য তাকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

একে জামান/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।