সিলেটে আরও দুইজন করোনায় আক্রান্ত
সিলেটে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার ১০ দিনের মাথায় নতুন করে আরও দুইজন রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে সিলেট জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল মোট তিনজনে। এর মধ্যে সিলেটের প্রথম করোনা আক্রান্ত এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন বুধবার (১৫ এপ্রিল) সকালে মারা গেছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় উপপরিচালক ডা. আনিসুর রহমান নতুন করে দুজন আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বুধবার পরীক্ষার পর তাদের শরীরে করোনা ধরা পড়ে। এদের মধ্যে একজনের বাড়ি গোয়ানঘাট উপজেলা ও আরেকজনের বাড়ি জৈন্তাপুর উপজেলায়। আক্রান্ত দুজনই পুরুষ। তাদের দুজনই নিজ নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্ত দুজনই যুবক।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন জানান, করোনাভাইরাসে আক্রান্ত ৩২ বছর বয়সী ব্যক্তি পেশায় একজন ট্রাকচালক। তিনি এক সপ্তাহ আগে ট্রাক নিয়ে ঢাকা ও নারায়ণগঞ্জে যান। গত মঙ্গলবার তিনি বাড়ি ফেরেন। আক্রান্ত ওই ট্রাকচালকের বাড়ি জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের সারীঘাট রনিফৌদ গ্রামে।
প্রসঙ্গত, গত ৫ এপ্রিল সিলেটের প্রথম করোনা রোগী হিসেবে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মঈন উদ্দিনকে শনাক্ত করা হয়। বুধবার সকালে ঢাকার কুর্মিটুলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
ছামির মাহমুদ/আরএআর/জেআইএম