পাবনায় প্রথম করোনা রোগী শনাক্ত, ৫ বাড়ি লকডাউন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ১০:১১ পিএম, ১৬ এপ্রিল ২০২০
ফাইল ছবি

পাবনায় প্রথমবারের মত করোনাভাইরাসে আক্রান্ত একজন রোগী শনাক্ত হয়েছে। তিনি জেলার চাটমোহর উপজেলার বামনডাঙ্গা গ্রামের বাসিন্দা। তার বয়স ৩২ বছর। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার ডেপুটি সিভিল সার্জন ডা. কেএম আবু জাফর।

তিনি জানান, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত ৫ এপ্রিল ওই নারায়নগঞ্জ থেকে চাটমোহরে নিজ বাড়িতে আসেন। গত মঙ্গলবার (১৪ এপ্রিল) জহুরুল মোল্লার নমুনা সংগ্রহ করে রাজশাহীতে পাঠানো হয়। বৃহস্পতিবার তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর চাটমোহর উপজেলার বামনডাঙ্গা গ্রামের ওই রোগীর বাড়িসহ আশপাশের পাঁচটি বাড়ি লকডাউন করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, বৃহস্পতিবার পর্যন্ত পাবনা থেকে ৯৬ জনের নমুনা সংগ্রহ করে রাজশাহীতে পাঠানো হয়েছিল। এর মধ্যে ৭২ জনের রিপোর্ট পাওয়া গেছে। যার মধ্যে ৭১ জনের নেগেটিভ এবং একজনের পজিটিভ রিপোর্ট এসেছে। বৃহস্পতিবার পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে ছিলেন এক হাজার ৫১৭ জন। এর মধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে ৮৯১ জনকে। এখনও হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৬২৬ জন।

পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ বলেন, করোনা আক্রান্ত ব্যক্তির বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পাঠানো হয়েছে। সেখানকার পরিবেশ পরিস্থিতি বিবেচনায় নিয়ে যা যা করা প্রয়োজন বলে স্থানীয় প্রশাসন মনে করবে তা যথাযথভাবে বাস্তবায়ন করা হবে।

একে জামান/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।