করোনা পজিটিভ চিকিৎসকের সংস্পর্শে এসে সাভারে আরও দুজন আক্রান্ত
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা পজিটিভ চিকিৎসকের সংস্পর্শে আসা দুই কর্মীসহ নতুন করে তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সাভার উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ জনে।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজমুল হুদা মিঠু।
তিনি জানান, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক করোনা আক্রান্ত। ওই চিকিৎসকের সংস্পর্শে আসা আরও দুজনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের একজন জরুরি বিভাগের ইন্টার্ন আরেকজন হাসপাতালের পিয়ন। তাদের দু’জনের মধ্যে কোনো উপসর্গ না থাকলেও করোনা পজিটিভ হওয়ায় তাদের স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়েছে। দ্রুত তাদের ঢাকায় কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হবে।
এছাড়া এই স্বাস্থ্য কর্মকর্তা আরও জানান, আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকায় আরেকজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ ঘটনায় ওই ব্যক্তির বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দিয়ে পুরো এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে।
গত ১৪ এপ্রিল সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের এক চিকিৎসক করোনা আক্রান্ত হন। পরে হাসপাতালটির চিকিৎসক, নার্স, স্টাফসহ মোট ৪২ জনের এবং আশুলিয়া থেকে করোনা উপসর্গ নিয়ে আসা একজনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হলে আজ দুপুরে রিপোর্ট আসে। রিপোর্টে ৪৩টি নমুনার মধ্যে নতুন করে ৩ জনের করোনা শনাক্তের তথ্য জানানো হয়।
আল-মামুন/এফএ/জেআইএম