লকডাউনের মধ্যে নারায়ণগঞ্জ থেকে পাবনায় গিয়ে আক্রান্ত যুবক
পাবনার চাটমোহর উপজেলায় নারায়ণগঞ্জ থেকে আসা আরেক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার রাতে তার নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ এসেছে।
এ নিয়ে পাবনায় করোনা আক্রান্তের সংখ্যা দুজন। নতুন আক্রান্ত ব্যক্তির বাড়ি চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের ভিটাপাড়া গ্রামে। রোববার তার বাড়ি লকডাউন করে দেয় উপজেলা প্রশাসন।
গত ১৬ এপ্রিল চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের বামনগ্রামে এক ব্যক্তির (৩২) করোনা পজিটিভ রিপোর্ট এলে ওই দিন রাতেই চাটমোহর উপজেলা লকডাউন ঘোষণা করে প্রশাসন।
পাবনার ডেপুটি সিভিল সার্জন ডা. কেএম আবু জাফর বলেন, ১৫ এপ্রিল চাটমোহর উপজেলার ভিটাপাড়ার ওই ব্যক্তি নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসেন। তিনি একজন পোশাককর্মী (৩০)। গ্রামে আসার পরই তার বাড়ি লকডাউন করে দেয়া হয়।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে থানা পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম ওই যুবকের স্বাস্থ্য পরীক্ষা করে এবং নমুনা সংগ্রহ করে। শনিবার রাতে নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান ও স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা শুয়াইবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার ভিটাপাড়া গ্রাম লকডাউন করে দেয়া হয়েছে।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, ১৬ এপ্রিল সন্ধ্যায় উপজেলার মুলগ্রাম ইউনিয়নের বামনগ্রামের এক যুবক করোনায় আক্রান্ত হন। ওই ব্যক্তিই জেলার প্রথম করোনা আক্রান্ত। তিনিও নারায়ণগঞ্জ থেকে ৭ এপ্রিল বাড়িতে আসেন। তিনি চাষাঢ়ায় কাজ করতেন। ওই দিন রাতেই উপজেলা প্রশাসন চাটমোহর উপজেলাকে লকডাউন করে দেয়। ১৭ এপ্রিল ওই ব্যক্তিকে ঢাকায় পাঠানো হয়। তার পরিবারের ১৪ জনের নমুনা সংগ্রহ করা হয়।
একে জামান/এএম/এমকেএইচ