সাভারে আরও দুজন করোনায় আক্রান্ত
সাভার ও আশুলিয়ায় নতুন করে আরও দুইজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সাভারে চিকিৎসকসহ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয়জনে।
রোববার দুপুরে সাভার উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হক মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন।
নাজমুল হুদা মিঠু বলেন, আক্রান্ত নতুন দুইজনের মধ্যে সাভারের হেমায়েতপুরের শ্যামপুর এলাকার একজন এবং আশুলিয়ার জিরাবো বাগানবাড়ির একজন। বিষয়টি আইইডিসিআরের মাধ্যমে আমরা জানতে পেরেছি। আক্রান্তরা ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা করেছিলেন।
তিনি আরও বলেন, আইইডিসিআর তাদেরকে আমাদের সঙ্গে যোগাযোগের কথা বললেও তারা যোগাযোগ করেননি। ফলে জানার সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার ৩৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর আগে শনিবার ৫৩ জনের নমুনা পাঠানো হয়েছিল। সবগুলোর ফলাফল নেগেটিভ পাওয়া গেছে।
আল-মামুন/এএম/এমকেএইচ