এবার অ্যাম্বুলেন্সে পরিবার নিয়ে বরগুনা এলেন করোনা রোগী
মাত্র কয়েক দিন আগেই ঢাকার সাভার থেকে সাইকেলযোগে বরগুনায় আসেন করোনাভাইরাসে আক্রান্ত এক যুবক। এবার একা নন, ঢাকা থেকে পরিবারের দুই সদস্যকে নিয়ে অ্যাম্বুলেন্সে বরগুনা এসেছেন করোনায় আক্রান্ত অপর এক ব্যক্তি।
সোমবার দুপুরে বরগুনায় করোনাভাইরাসে দুজন নতুন আক্রান্তের তথ্য জানায় বরগুনার স্বাস্থ্য বিভাগ। আক্রান্ত ওই দুজনের মধ্যে অ্যাম্বুলেন্সে চেপে ঢাকা থেকে সদ্য বরগুনায় আসা ওই ব্যক্তিও রয়েছেন। আক্রান্ত ওই ব্যক্তি বরগুনা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অ্যাম্বুলেন্সে তিনি সঙ্গে এনেছেন তার স্ত্রী ও এক সন্তানকে। আক্রান্ত অপর ব্যক্তি বরগুনার বামনা উপজেলার বাসিন্দা।
এ নিয়ে বরগুনায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ১২ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে মারা গেছেন দুজন। আক্রান্তদের মধ্যে বামনা উপজেলায় তিনজন, বেতাগী উপজেলায় একজন, আমতলী উপজেলায় দুজন এবং সদর উপজেলায় ছয়জন। তারা সবাই দেশের বিভিন্ন স্থান থেকে সদ্য বরগুনায় আসেন।
গত ৭ এপ্রিল সকালে ঢাকার সাভার থেকে সাইকেলে যাত্রা শুরু করে প্রায় ৩০০ কিলোমিটার পাড়ি দিয়ে ১০ এপ্রিল বিকেলে বরগুনা পৌঁছান করোনাভাইরাসে আক্রান্ত এক পোশাক শ্রমিক। বর্তমানে তিনি বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশনে ভর্তি।
ঢাকাফেরত আক্রান্ত নতুন ওই ব্যক্তির প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কিছুদিন আগে স্ত্রী ও এক সন্তানকে নিয়ে ঢাকায় তার মেয়ের বাসায় বেড়াতে যান আক্রান্ত ওই ব্যক্তি। গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে স্ত্রী ও এক সন্তানকে নিয়ে একটি অ্যাম্বুলেন্সে বরগুনার বাসায় আসেন। স্থানীয়দের কাছে তাদের বরগুনায় আসার খবর জানতে পেরে পুলিশ এসে তাদের হোম কোয়ারেন্টাইন পালনের নির্দেশ দেয়। আক্রান্ত ওই ব্যক্তি অসুস্থ থাকায় তার তথ্য স্বাস্থ্য বিভাগকে জানানো হয়। শুক্রবার তার নমুনা সংগ্রহ করেন বরগুনার স্বাস্থ্য বিভাগের কর্মীরা।
নাম প্রকাশ না করার শর্তে আক্রান্ত ব্যক্তির এক নিকট প্রতিবেশী বলেন, তিনি যখন তার পরিবারের সদস্যদের নিয়ে বাসার কাছে আসেন তখন অ্যাম্বুলেন্সের সাইরেন বাজছিল। সাইরেনের শব্দ শুনে আমি বাসা থেকে বের হই। দেখতে পাই, আক্রান্ত ব্যক্তি, তার স্ত্রী ও তার এক সন্তান অ্যাম্বুলেন্স থেকে বের হয়ে বাসার দিকে যাচ্ছেন। পরে ঢাকা থেকে তাদের এভাবে বরগুনায় আসার কথা পুলিশকে জানাই। এরপর তার বাসায় পুলিশ আসে।
এদিকে আক্রান্ত ওই ব্যক্তি অ্যাম্বুলেন্স রিজার্ভ করে বরগুনায় এসেছেন নাকি তিনি ও তার পরিবারের সাথে অন্য আরও কেউ এসেছেন— তা জানার চেষ্টা করছে জেলা স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন।
এ বিষয়ে বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন বলেন, ওই ব্যক্তি তার পরিবার নিয়ে বরগুনার বাসায় পৌঁছানোর সাথে সাথেই স্থানীয় এক ব্যক্তি ফোনে বিষয়টি আমাদের অবহিত করেন। ফোন পাওয়ার সাথে সাথেই তার বাসায় গিয়ে পুলিশ সদস্যরা তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন এবং তা মনিটরিং করা হয়। এ সময় ওই ব্যক্তিকে অসুস্থ দেখালে তা স্বাস্থ্য বিভাগকে অবহিত করা হয়। স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায়। পরীক্ষায় তার রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে বলে জানায়।
এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ূন শাহিন খান বলেন, আক্রান্ত ওই ব্যক্তিকে বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশনে নেয়া হয়েছে। তিনি কীভাবে ঢাকা থেকে বরগুনা এসেছেন, সে বিষয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।
বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, ওই ব্যক্তির বাসাসহ আশপাশের কয়েকটি বাসা ইতোমধ্যে লকডাউন করা হয়েছে। এছাড়া আমরা তার সংস্পর্শে আসা মানুষদের খুঁজে পেতে অনুসন্ধান শুরু করেছি।
মো. সাইফুল ইসলাম মিরাজ/এমএআর/জেআইএম