সাভার থেকে মোহাম্মদপুরে যাতায়াত করা ট্রাফিক পুলিশ করোনা আক্রান্ত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সাভার (ঢাকা)
প্রকাশিত: ০৩:৪০ পিএম, ২১ এপ্রিল ২০২০
ফাইল ছবি

সাভারের আমিনবাজারের বাসিন্দা এক ট্রাফিক সার্জেন্ট করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ওই পুলিশ সদস্য ঢাকার মোহাম্মদপুরে কর্মরত।

মঙ্গলবার (২১ এপ্রিল) তার করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. নাজমুল হুদা মিঠু।

তিনি জানান, আক্রান্ত ট্রাফিক পুলিশ সদস্য রাজধানীর মোহাম্মদপুর পশ্চিম ডিভিশনে কর্মরত হলেও তার বাড়ি সাভারের আমিনবাজারের ৭নং ওয়ার্ডের পাঁচগাছিয়া গ্রামে। করোনার উপসর্গ দেখা দিলে তিনি ঢাকায়ই করোনার টেস্ট করান। টেস্টের ফলাফল পজিটিভ আসায় ও তিনি বাড়ি থেকে কর্মস্থলে যাতায়াত করায় তার বাড়ি ইতোমধ্যে লকডাউন করে দেয়া হয়েছে।

আল-মামুন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।