নওগাঁয় সরকারি জলমহাল উদ্ধার কার্যক্রম শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ১১:৫৩ এএম, ১৩ ডিসেম্বর ২০২৪

নওগাঁয় সরকারি জলমহাল উদ্ধার কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার শালুকা সাফিনা বিল অবৈধ দখলমুক্ত করার মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল।

এসময় জানানো হয়, জেলায় প্রায় আট হাজার খাস জলাশয় রয়েছে। এসব পুকুর, দীঘি ও খাল-বিলের বেশির ভাগই প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে অবৈধ দখলে রেখেছে। এতে একদিকে সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে অন্যদিকে স্থানীয় দরিদ্র মৎস্যজীবীরাও বঞ্চিত রয়েছে। জলাধারগুলো অবৈধ দখলমুক্ত করার পর সরকারি সম্পত্তি হিসেবে প্রকাশ্যে আনতে সাইনবোর্ড স্থাপন করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।

এসময় নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম রবীন শীষ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খান সালমান হাবীব, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. বায়েজিদ আলমসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

আরমান হোসেন রুমন/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।