করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মেহেরপুরে যুবকের মৃত্যু
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে ইদ্রিস শাহ্ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তার বাড়ি মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামে।
বুধবার (২২ এপ্রিল) সকালে তাকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মেহেরপুর জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. আব্দুর রশিদ জানান, যেহেতু রোগীর শ্বাসকষ্ট ও মাথা ব্যথা ছিল, তাই করোনাভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। কারণ চিকিৎসক কোনো রকম সুরক্ষা ছাড়াই রোগীর চিকিৎসা দিয়েছেন।
আসিফ ইকবাল/আরএআর/পিআর