মেহেরপুরে আক্রান্ত ব্যক্তির স্ত্রী-কন্যার করোনা নেগেটিভ
মেহেরপুরে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত এনজিও কর্মীর স্ত্রী ও শিশু কন্যার করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে। শুক্রবার (২৪ এপ্রিলে) দুপুরে মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত বুধবার (২২ এপ্রিল) সকালে ওই ব্যক্তি জেলায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন। রিপোর্ট পেয়ে মুজিবনগর উপজেলার ভবরপাড়া গ্রামের তার ভাড়া বাসাসহ আশপাশের ছয়টি বাড়ি লকডাউন করা হয়। তাকে বাসায় আইসোলেশনে রাখা হয়েছে। তার শারীরিক কোনো সমস্যা নেই।
ওই দিনই তার স্ত্রী ও পাঁচ বছর বয়সী শিশু কন্যার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়। পরে তাদের করোনা নেগেটিভ নেগেটিভ রিপোর্ট এসেছে।
আসিফ ইকবাল/আরএআর/এমকেএইচ