তথ্য গোপন করে হাসপাতালে ভর্তি, সাতক্ষীরায় যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ১২:৫৯ পিএম, ২৫ এপ্রিল ২০২০

সাতক্ষীরা সদর হাসপাতালে নারায়ণগঞ্জ থেকে আসা এক যুবক (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২৫ এপ্রিলে) সকাল ৬টার দিকে তার মৃত্যু।

ওই যুবকের মৃত্যুর ঘটনায় গোটা হাসপাতাল আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাকে সেবা দেয়া দুই নার্সকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
ওই যুবক কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের কামারগাতী গ্রামের বাসিন্দা।

কামারগাতি গ্রামের স্থানীয় বাসিন্দারা জানান, নারায়ণগঞ্জ থেকে ৫-৭ দিন আগে বাড়িতে আসেন হারুন। মাথা ব্যথা, জ্বর, কাশি হওয়ায় গ্রাম্য ডাক্তার দেখান। গ্রাম্য ডাক্তারের পরামর্শে হারুনকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, মারা যাওয়া যুবক নারায়ণগঞ্জ থেকে সম্প্রতি বাড়িতে ফিরে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। এসব তথ্য গোপন করে মাথা ব্যথা নিয়ে প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সদর হাসপাতালে ভর্তি হন। রোগী ও তার স্বজনদের বার বার রোগী কোথায় ছিলেন জানতে চাইলেও তারা তথ্য গোপন করেন।

তিনি আরও বলেন, মারা যাওয়ার পরও রোগীর স্বজনরা নারায়ণগঞ্জ থেকে ফেরার কথা স্বীকার করেননি। এরপর ওই এলাকার স্থানীয় একজন ঘটনাটি জানান। তথ্য গোপন করে তারা অপরাধ করেছেন। একই সঙ্গে আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছেন আমাদের। রোগীর সেবা দেয়া দুই নার্সকে আপাতত কোয়ারেন্টাইনে থাকার কথা বলা হয়েছে। এছাড়াও রোগীর স্ত্রীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা সম্ভব হচ্ছে না। মৃত্যুর কারণটিও আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না।

আকরামুল ইসলাম/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।