রমজানের প্রথম দিনেই গাইবান্ধার চার ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ২৫ এপ্রিল ২০২০

গাইবান্ধার সবচেয়ে বড় কাঁচা বাজারের আড়ৎ পুরাতন বাজারের চার ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে ৩১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। রমজান উপলক্ষে বেশি দামে শুকনো মরিচ ও রসুন বিক্রি এবং মূল্যতালিকা না থাকায় প্রথম দিনেই তাদের জরিমানা করা হয়।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে এই জরিমানা আদায় করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর গাইবান্ধা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুস ছালাম।

মো. আব্দুস সালাম বলেন, এক ভোক্তার অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান চালানো হয়। শুকনো মরিচ যে দামে ক্রয় করেছেন তার চেয়ে অস্বাভাবিক দামে বিক্রির দায়ে হাবিবকে ২০ হাজার টাকা ও ১১০ টাকা কেজি রসুনের দাম লেখা থাকলেও ১৪০ টাকায় বিক্রির দায়ে ভাই ভাই বাণিজ্যালয়কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া দোকানে মূল্যতালিকা টাঙানো না থাকায় এক ব্যবসায়ীকে এক হাজার টাকা ও একই অভিযোগে আরেক ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

এসময় গাইবান্ধা র‌্যাব-১৩ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মুন্না বিশ্বাস ও জেলা মার্কেটিং অফিসার মোয়াজ্জেম হোসেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

জাহিদ খন্দকার/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।