বরগুনায় করোনাভাইরাস : তিন শিশুসহ আরও সাতজন আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ১০:০৪ পিএম, ২৫ এপ্রিল ২০২০

বরগুনায় এক চিকিৎসক ও তিন শিশুসহ নতুন করে সাতজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩০ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন দুইজন।

নতুন আক্রান্তদের মধ্যে তিন, সাত, এবং আট বছরের তিন শিশু, ৪৪ বছরের একজন নারী এবং ২৬ বছরের এক চিকিৎসক রয়েছেন। নতুন করে আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় রয়েছেন তিনজন, আমতলীতে দুইজন, বামনায় একজন এবং বেতাগীতে একজন।

উপজেলাভিত্তিক তথ্য অনুযায়ী এ পর্যন্ত বরগুনা সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন ১২ জন, বামনা উপজেলায় ছয়জন, বেতাগী উপজেলায় তিনজন, আমতলী উপজেলায় সাতজন এবং পাথরঘাটা উপজেলায় দুইজন। এখন পর্যন্ত তালতলী উপজেলায় কেরোনা রোগী শনাক্ত হয়নি।

বরগুনার সিভিল সার্জন হুমায়ুন শাহীন খান বলেন, শনিবার রাতে প্রাপ্ত ফলাফলে আরও সাতজন ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। নতুন সংক্রমিতদের ব্যাপারে স্বাস্থ্য বিভাগ যথাযথ পদক্ষেপ নিয়েছে।

এ বিষয়ে বরগুনার জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ বলেন, আক্রান্ত সাতজনের বাড়িসহ আশপাশের বেশ কিছু বাড়ি ইতোমধ্যে আমরা লকডাউন করেছি। তাদের সংস্পর্শে আসা মানুষদের খুঁজে বের করার প্রচেষ্টা অব্যাহত রেখেছি আমরা।

সাইফুল ইসলাম মিরাজ/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।