ভারত থেকে আসা সাতক্ষীরার যুবক করোনাভাইরাসে আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ১০:৪৮ এএম, ২৬ এপ্রিল ২০২০

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার এক যুবক সম্প্রতি যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে প্রবেশ করেন। বেনাপোল ইমিগ্রেশনে স্বাস্থ্য পরীক্ষায় শরীরে তাপমাত্রা বেশি থাকায় তাকে কোয়ারেন্টাইনে নেয় যশোর স্বাস্থ্য বিভাগ। তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করা হয়। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে পাওয়া রিপোর্টে তার শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন জানান, সাতক্ষীরার ওই যুবক বেনাপোল বন্দর দিয়ে দেশে প্রবেশকালে স্বাস্থ্যকর্মীরা তার শরীরে তাপমাত্রা বেশি দেখতে পান। এরপর তাকে কোয়ারেন্টাইন করে নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট আসে। ওই যুবককে যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশানে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. হুসাইন সাফায়াত বলেন, যশোরের সিভিল সার্জন বিষয়টি জানিয়েছেন। যেহেতু সাতক্ষীরায় এখনও করোনা পজিটিভ রোগী অফিশিয়ালি শনাক্ত হয়নি সেজন্য তাকে যশোর স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে চিকিৎসাসেবা প্রদানের অনুরোধ জানানো হয়। এতে তিনি সম্মতি প্রকাশ করে ওই যুবককে যশোর স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা করেন।

আকরামুল ইসলাম/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।