খুলনায় পুলিশ কনস্টেবলসহ তিনজনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ২৬ এপ্রিল ২০২০

খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে রোববার ১৫৪ জনের নমুনা পরীক্ষার পর তিনজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, আক্রান্তদের মধ্যে একজন নগরীর নিরালা এলাকার বাসিন্দা এবং তিনি পুলিশ কনস্টেবল। এক সপ্তাহ আগে তিনি ঢাকার রাজারবাগ থেকে খুলনায় আসেন। এরপর অসুস্থ হয়ে পড়লে শনিবার তার নমুনা সংগ্রহ করা হয়।

তিনি বর্তমানে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্ত অপর দুইজনের বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলায়। এ নিয়ে খুলনার ল্যাবে মোট ১৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হলো।

আলমগীর হান্নান/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।