শরীয়তপুরে ৮ বছরের শিশু করোনাভাইরাসে আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০২:১২ পিএম, ২৮ এপ্রিল ২০২০

শরীয়তপুর সদর উপজেলায় আট বছরের শিশুর দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় এই প্রথম কোনো শিশু করোনা রোগী শনাক্ত হলো। সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল কর্মকর্তা (রোগ নিয়ন্ত্রণ) মো. আবদুর রশিদ।

তিনি জানান, আক্রান্ত শিশু সদর উপজেলার চিতলীয়া ইউনিয়নের টুমচর এলাকার। সম্প্রতি তার পরিবারের লোকজন নারায়ণগঞ্জ থেকে ফিরেছে। গত ১৩ এপ্রিল ওই শিশুর চাচি ও চাচাতো নানা এবং নানির করোনাভাইরাস শনাক্ত হয়। করোনা রোগীর সংস্পর্শে আশায় শিশুটি করোনায় আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শিশুটিসহ জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ২৩।

সিভিল সার্জন অফিসের মেডিকেল কর্মকর্তা (রোগ নিয়ন্ত্রণ) মো. আবদুর রশিদ আরও জানান, জেলায় আক্রান্ত ২৩ জনের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। বাকি ২১ জনের মধ্যে একজন কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অন্য ২০ জনকে সংক্রমণ প্রতিরোধে নিজ বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। আজ দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে আসা ৬৯ জনকে নতুন করে হোম কোয়ারেন্টাইনে আনা হয়েছে। ১৪ দিন পার হওয়ায় ১২৩ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত করা হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুর রহমান শেখ বলেন, আক্রান্ত শিশুটি বাড়িতেই ছিলেন। সংক্রমণ নিশ্চিত হওয়ার পর আক্রান্ত ব্যক্তিদের বাড়িসহ বেশ কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল করোনায় আক্রান্ত শরীয়তপুরের নড়িয়া উপজেলার ৯০ বছরের এক বৃদ্ধ ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর গত ২৬ এপ্রিল করোনায় আক্রান্ত ৪৫ বছরের এক ব্যক্তি ডামুড্যা পৌরসভার ৩নং ওয়ার্ডে নিজ বাড়িতে মারা যান।

ছগির হোসেন/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।