কুমিল্লায় করোনাভাইরাস : এক পরিবারের চারজনসহ আক্রান্ত ৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৪:২৩ পিএম, ২৮ এপ্রিল ২০২০

কুমিল্লায় এক পরিবারের চারজনসহ নতুন করে পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত এক পরিবারের চারজনের বাড়ি মুরাদনগর উপজেলায়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) আইইডিসিআর থেকে প্রাপ্ত ফলাফলের বরাত দিয়ে জেলা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।

করোনা পজিটিভ হওয়া অপরজনের বাড়ি তিতাস উপজেলায়। এ নিয়ে জেলায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৫২ জন।

নতুন করে চারজন আক্রান্ত পরিবারের এক সদস্য আগে করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয় ওই পরিবারের পাঁচজন করোনায় আক্রান্ত হওয়ায় মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজমুল আলম।

তিনি বলেন, মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের কাঠালিয়াকান্দ্রা গ্রামের একজন করোনায় আক্রান্ত হওয়ার পর ওই পরিবার ও আশপাশের ১৬ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল। আক্রান্ত ব্যক্তির মা-বাবা, ভাই ও ভাতিজার করোনার পজিটিভ রিপোর্ট আসে মঙ্গলবার। তাই দুপুর থেকে রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন লকডাউন করা হয়েছে। আক্রান্ত হওয়া ব্যক্তিদের নিজ নিজ বাসায় আইসোলেশনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, এ পর্যন্ত উপজেলার মোট ১১৪ ব্যক্তির নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে প্রাপ্ত ৬০ নমুনার ফলাফলের মধ্যে ছয়জনের করোনা পজিটিভ। আক্রান্তদের মধ্যে উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের কাঠালিয়াকান্দ্রা গ্রামের একই পরিবারের পাঁচজন এবং দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের একজন। তাই উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন পুরো এবং দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রাম লকডাউন করা হয়েছে।

জেলা সিভিল সার্জন নিয়াতুজ্জামান বলেন, জেলা থেকে এ পর্যন্ত এক হাজার ৫২৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত প্রাপ্ত এক হাজার ২১৯ ফলাফলের মধ্যে ৫২ জনের করোনা পজিটিভ এসেছে।

মো. কামাল উদ্দিন/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।