রাজাপুরে সিনিয়র নার্স করোনাভাইরাসে আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৯:১৬ এএম, ২৯ এপ্রিল ২০২০
প্রতীকী ছবি

ঝালকাঠির রাজাপুরে প্রথমবারের মতো একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি উপজেলা সদরের বাসিন্দা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র নার্স হিসেবে কর্মরত। এ নিয়ে জেলায় মোট আটজন করোনা আক্রান্ত শনাক্ত হলো।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবুল খায়ের মাহমুদ রাসেল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ওই নার্সের মেয়ে কিছুদিন আগে ঢাকা থেকে এসেছেন। তার মেয়ের থেকে তিনি সংক্রমিত হতে পারেন বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তিনি বর্তমানে তার নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

এর আগে ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নলছিটি উপজেলায় দুই জনসহ জেলায় মোট আটজন করোনা আক্রান্ত রোগী রয়েছেন।

আতিকুর রহমান/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।