নীলফামারীতে নমুনা সংগ্রহকারী স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ১০:০৬ এএম, ০১ মে ২০২০
ফাইল ছবি

নীলফামারীতে এক নমুনা সংগ্রহকারী স্বাস্থ্যকর্মীসহ দুইজনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা ১৫ জনে দাঁড়াল। এরমধ্যে ইতোমধ্যে আইসোলেশন ওয়ার্ড থেকে ছয়জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় দুজনের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন।

তিনি জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষা কেন্দ্র থেকে নীলফামারী জেলায় দুইজন করোনা শনাক্ত হয়েছে বলে রির্পোট পাওয়া গেছে। এদের একজন ঢাকাফেরত শ্রমিক ও জেলা সদরের কুন্দুপুকুর ইউনিয়নের বাসিন্দা, তার বয়স ২০ বছর। অপরজন ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব সহকারী ও করোনা নমুনা সংগ্রহকারী, তার বয়স ৪৪ বছর। নতুন আক্রান্ত দুইজনকে জেলা সদরের জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নিয়ে আসা হয়েছে।

জেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন এক হাজার ১৪০ জন। জেলায় ৫২৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ৩৫৩ জনের ফলাফল পাওয়া গেছে।

জাহেদুল ইসলাম/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।