সাতক্ষীরায় ত্রাণ বিতরণ কার্যক্রমে থাকা যুবক করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০১:০০ পিএম, ০১ মে ২০২০

সাতক্ষীরায় আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। খুলনা মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার পর ওই যুবকের (৩৫) করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। বর্তমানে তিনি নিজ বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন।

আক্রান্ত ওই যুবক সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার বাসিন্দা। তিনি সাতক্ষীরার বিনেরপোতা এলাকার বেসরকারি সংস্থা ঋশিল্পীর হ্যান্ডিক্রাফটের প্রডাকশন ম্যানেজার হিসেবে কর্মরত।

করোনাভাইরাসে আক্রান্ত ওই যুবক বলেন, ত্রাণ দেয়ার কাজ করেছি ৭-৮ দিন আগে। সাতক্ষীরা শহরের সুলতানপুর ও ভোমরা ইউনিয়নের আলীপুর এলাকায় সংস্থার পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেছি। গত মঙ্গলবার থেকে একটু মাথা ব্যাথা করছিল। এরপর গত ২৮ তারিখে পাটকেলঘাটা থানার কুমিরা কাশিপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে শরীরের নমুনা দিয়ে আসি। এরপর থেকে আর কোথাও যায়নি, বাড়িতেই রয়েছি।

তিনি বলেন, বর্তমানে শরীরের তাপমাত্রা ৯৮ ডিগ্রি। বুধবার থেকে জ্বর নেই। হালকা সর্দি রয়েছে। গায়ে ব্যাথা নেই। নমুনা দিয়ে আসার পর থেকে বাড়িতে আলাদা থাকছি। স্ত্রী, সন্তানসহ পরিবারের কারও সংস্পর্শে যায়নি।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত বলেন, বৃহস্পতিবার রাতে মোবাইল ফোনে খুলনা থেকে বিষয়টি জানিয়েছে। এরপর তালা স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্সের মেডিকেল টিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি টিমকে করোনা শনাক্ত হওয়া ওই যুবকের বাড়িতে পাঠানো হয়।

তিনি বলেন, ওই যুবকের বাড়িসহ আশপাশের ১০টি বাড়ি লকডাউন করা হয়েছে। ওই যুবককে বাড়িতে কোয়ারেন্টাইন করা হয়েছে। তাকে হাসপাতালে নেয়ার মত অবস্থার সৃষ্টি হয়নি। তার পরিবার ও আশপাশের লোকজনের নমুনা সংগ্রহ করেও পরীক্ষা করা হবে।

আকরামুল ইসলাম/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।